এসএম টিভি ডেস্ক: আজ বুধবার ৯ জুন খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ শনাক্ত।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার তিনজন, বাগেরহাটের চারজন, কুষ্টিয়ার দুইজন এবং যশোরের একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।