সোনাইমোড়ী ডেস্ক: গাইবান্ধায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) রাতে পুলিশ আসামিকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান,সোমবার ৮ মার্চ রাতে ফুলছড়ি ঘাট এলাকার জনৈক নুরজাহান বেগম সুখনগর এলাকায় তার আত্বীয় মুকুল মিয়ার বাড়িতে আসেন। তারপর প্রতিবন্ধী শিশুকে বেড়ানোর কথা বলে নুরজাহান বেগম নামের এক ব্যক্তি। বালাসী ঘাট এলাকায় বেড়াতে নিয়ে যায় সেখানে তার বাড়ি।
পরে ওই মহিলা সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে সবুজ মিয়া নামের ঐ ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৯ মার্চ সকালে তার বাবাকে খবর দেয়া হয়।
শিশুটির বাবা গুরুতর অসুস্থ শিশুকে নিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে
এ ঘটনার জন্য শিশুটির বাবা বাদী হয়ে ফুলছড়ি থানায় দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। দুইজনের বিরুদ্ধে মামলা করলেও সবুজ মিয়া নামের আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।