সোনাইমোড়ী ডেস্ক: গাইবান্ধায় কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সবকিছু নিহত হয়েছে ৫ জন।
জানা গেছে,গাইবান্ধায় ঝড়ে গাছ চাপা পড়ে ও আতঙ্কে পাঁচজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, দোকানপাটসহ সরকারি স্থাপনা। নষ্ট হয়েছে আমের মুকুল ও আমন ধানের গাছসহ বিভিন্ন ফসল
এছাড়া জেলা সদর ছাড়া বাকি ছয় উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মানুষ গাছচাপা পড়ে ও স্থাপনার নিচে পড়ে আহত হয়েছে। এর মধ্যে ত্রিশ জনের বেশি আহত নারী-পুরুষ জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এবিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক সংবাদ প্রতিনিধিদের জানান, নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।