এসএম টিভি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে নিহত হয়েছে এক কলেজছাত্র। নিহত কলেজছাত্রের নাম তারেক রহমান। স্থানীয়রা জানান, তারেকের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বসতবাড়ির জমি নিয়ে ফারুক, ছামছুল ও জলিলসহ কয়েকজনের বিরোধ চলছিল।
গত শনিবার ৫ জুন দুপুরে ইট, বালু ও সিমেন্ট দিয়ে মিস্ত্রির সাথে নতুন বাড়ির কাজ করছিল তারেক। এ সময় ফারুক, ছামছুল ও জলিলসহ কয়েকজন বাড়িতে ঢুকে নির্মাণকাজে বাধা দেন। এক পর্যায়ে মারপিট শুরু হয়ে গেলে। পরে ফারুকের হাতে থাকা ছুরি দিয়ে তারেকের বুকে একাধিকবার ছুরিকাঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পাঁচদিন পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক। আজ শনিবার ১২ জুন বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।