এসএম টিভি ডেস্ক:গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক নারী ও আহত হয়েছেন একজন।
নিহতের নাম রহিমা বেগম। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শ্মশ্মানঘাট সামনে ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থায়ী সূত্রে জানা গেছে,সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক বামনডাঙ্গার তেলের পাম্পের সামনে পাশ কাটাতে গেলে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে রহিমা বেগম নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং এসময় গুরুতর আহত হয় ভ্যানচালক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে পৌঁছে দেয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।