সোনাইমোড়ী ডেস্ক: গাইবান্ধায় দুই কেজি গাঁজাসহ দুই নারীকে গ্ৰেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় বুজরুক বলার ইয়ার গাইবান্ধা মোড় থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী আসামিরা হলেন নার্গিস ও স্বর্না।
পুলিশ সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটা টিম গাঁজা বহন করার সময় ওই দুই নারীকে আটক করেছে পরে তাদের তল্লাশি করে তাদের কাছে থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ,এসব গাঁজা তারা পাঁচবিবি থানার দোখনাপাড়া গ্রামের এক মাদক ব্যবসায়ী নিকট থেকে ক্রয় করেন তারপর গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের মাদক ব্যবসায়ীর নিকটে পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।