সোনাইমোড়ী ডেস্ক: গাইবান্ধায় বাস উল্টে দুর্ঘটনায় ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৯ জন। জানা গেছে,আজ বেলা ১১টার সময় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় এ ঘটনায় ঘটে।
নিহতরা হলো- মোহন মিয়া ও ফিরোজ কবির ।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, মোহন মিয়া ও ফিরোজ কবির নামের দুই ব্যাক্তি তারা রাস্তার পাশে সিএজি ও ব্যাপারী চালিত অটোরিকশায় বসে ছিল। হঠাৎ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের উপর পরে গেলে তারা দুইজন ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও বাসে থাকা আরো ৯ যাত্রী আহত হয়েছেন।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসে।