সোনাইমোড়ী ডেস্ক: গাজীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে এক নারী।
জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার সময় গাজীপুরে বাসন থানার ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মারজিয়া আক্তার জান্নাত।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক সংবাদ প্রতিনিধিদের জানান, শনিবার রাত সাড়ে ৮টার সময় অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় আহত হন মোটরসাইকেলের চালক। পরে স্থানীয়রা এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এঘটনায় ঘাতকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।