এসএম টিভি ডেস্ক: গাজীপুরের সালনা টেকি বাড়ি এলাকায় ঢাকা রাজশাহী রুটে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে দুই নারী। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,মোরশেদা ও সাজেদা আক্তার।
স্থায়ী সূত্রে জানা গেছে,আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে, একই দিন সকালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।