সোনাইমোড়ী ডেস্ক:গাজীপুরে বস্তার মধ্যে থেকে গৃহবধূর লাশ উদ্ধার এ ঘটনায় স্বামী গ্রেফতার। জানা গেছে, আজ বিকালে গাজীপুরে সদর উপজেলার মনিপুর এলাকায় আরাবী ফ্যাশন সামনে ৩টি জায়গা থেকে বস্তার মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম রেহানা আক্তার।স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, ২ বছর আগে রেহানা ও জুয়েল নামের এক ব্যক্তি পালিয়ে বিয়ে করে গাজীপুরের মনিপুর এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকতেন।এর আগে গত বৃহস্পতিবার তাদের স্বামী-স্ত্রী দুজনের মধ্যে সাংসারিক ব্যাপার নিয়ে একটু ঝামেলা হয় এর এক পর্যায়ে টয়লেটের দরজা আটকে আত্মহত্যা করে রেহানা।
পরে তার স্বামী ফেঁসে যাওয়ার ভয়ে লাশটি গুমের উদ্দেশে বস্তার মধ্যে ভরে বিভিন্নস্থানে লুকিয়ে রাখে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক সংবাদ প্রতিনিধিদের বলেন, স্থানীয়রা এ ঘটনার বিষয়ে বলার পর স্বামীকে আটক করা হয় এবং বিষয়টি ক্ষতিয়ে দেখার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।