সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জে বাসচাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ৮ টার সময় চর পাথালিয়া নামক স্থানে। নিহতের নাম হাফসা খানম।
গোপালগঞ্জের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল সোমবার রাত ৮ টার সময় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মটরসাইকেলটিকে ধাক্কা দিলে হাফসা নামের এক স্কুলছাত্রী ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে যায়।
এতে সে বাসের চাপায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনার পর এলাকাবাসী প্রায় দুই ঘন্টা মহাসড়কে গাছেরগুড়ি ফেলে ও ইটপাটকেল ছুড়ে যানবাহন অবরোধ করে করে দেয়। পরে সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।