সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জ জেলা মুকসুদপুরে স্কাউটের ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। আজ ১০ই মার্চ বুধবার সকালে মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহি অফিসার জোবায়ের রহমান রাশেদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্কাউট কমিশনার প্রমি আজমত হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার সুভাষচন্দ্র বসু ও মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্লাসহ আরো অনেকে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার স্কুল কমিটির সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দরা। জানা গেছে ,উক্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র মন্ডল।