সোনাইমোড়ী ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে গোপালগঞ্জে। গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও পৌরসভা আলাদা ভাবে পালন করে। গোপালগঞ্জের সংবাদ প্রতিনিধি জানান,আজ সোমবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক , অতিরিক্ত জেলা প্রশাসক , সদর উপজেলা চেয়ারম্যানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও এ আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার নারীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে এই নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনের মেইন গেট থেকে মহিলা পুলিশ সদস্যরা মিলে একটি র্যালী বের করে।