সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জের স্কুল ছাত্র গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাউল আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মধুমতি বাউলের ঘুনাপাড়া এলাকায়। স্থানীয় এক প্রতিনিধি জানায় ,নিখোঁজ স্কুল ছাত্রীসহ ৩ জন শিশু মধুমতি বাউরে জেগে ওঠা চরে গোসল করতে নামে কিন্তু ওই দুই শিশুকে গেলেও ঐ শিশুটি আর ওঠেনি।
জানা গেছে নিখোঁজ শিশুর নাম মোস্তাকিম মোল্লা। পরে স্থানীয়রা মিলে মধুমতি হাওরে অনেক হাওরে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। পরে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।