সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট মুন্সীপাড়া এলাকায়।
নিহত যুবকের নাম আরিফ মুন্সী।
এবিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, নিহত যুবক আরিফ রাতে খায়েরহাট মুন্সীপাড়া এলাকায় রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।