সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা সচেতনতায় পুলিশের উদ্যেগে দিনব্যাপী মাস্ক বিতরণ অনুষ্ঠিত।আজ বেলা ১২ টা থেকে বিভিন্ন জায়গায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান , কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা।
এ সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু হওয়ায় করোনা মোকাবেলায় মুকসুদপুর থানা পুলিশের উদ্যোগে চন্ডিবরদী মোড়, মুকসুদপুর কলেজের সামনে ,মুকসুদপুর কলেজ মোড় এলাকায় মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সচেতন হতে বলেন ও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান পুলিশ সদস্যরা।