মিঠুন, সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুরে। একটি যাত্রীবাহী বাসের চাপায় আল্লাদী সাহা (৬০) নামের এক বৃদ্ধা মৃত্যু হয়। গোপালগঞ্জের স্থানী সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল ২৮ ই ফেব্রুয়ারী অর্থাৎ রবিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট মুকসুদপুর উপজেলার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে ঐ নিহত বৃদ্ধার ঠিকানা মুকসুদপুর উপজেলার কলিগ্ৰামে। স্থানীয় এক ব্যক্তি সংবাদ প্রতিনিধিদের জানান, ঐ নিহত বৃদ্ধা যখন গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন তখন এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জে হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে তিনি জানান।
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১ বৃদ্ধা।
0
675