সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জে বাসচাপায় নিহত হয়েছে এক কৃষক। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের চাকায় শংকর বসু(৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থায়ী সংবাদ প্রতিনিধি জানান,গত ২ মার্চ মঙ্গলবার বিকাল চারটার সময় কাশিয়ানী-ব্যাসপুর সড়কের বসুপাড়া এলাকায় একটি কলেজের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এক গ্ৰামবাসী জানান,বাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন শংকর তখন দ্রুতগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।