সোনাইমোড়ী ডেস্ক:গোপালগঞ্জে বাসচাপায় নিহত হয়েছে এক জন।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান,আজ ১১ ই মার্চ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা নাম বাইজিদ ঠিকানা ঘোনাপাড়া।
এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ করে স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়ায় বাইজিদ রাস্তা পার হওয়ার সময় যতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।