মিঠুন,সোনাইমোড়ী ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে প্রায় ১৩ টি দোকান সহ অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি । গোপালগঞ্জের স্থানী সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, রবিবার ২৮ ই ফেব্রুয়ারি আনুমানিক ভোর রাত দেড়টার সময় কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়।
স্থানীয়রা মিলে আগুন নিভানোর চেষ্টা করার সময় পাঁচ জন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুড়ে গেছে প্রায় বিভিন্ন ধরনের দোকানপাট মিলে ১৩ টি দোকানসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের সূত্রপাত খোঁজার চেষ্টা করে ধারনা করছেন ঐ বাজারের স্থানীয় একটি হোটেলের চূলা থেকে আগুনের সূত্রপাত। এদিকে ক্ষতিগ্ৰস্থ ব্যবসায়ী খোকন বসু নামের একজন ব্যক্তিসহ সবাই বলেন আগুনে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সবার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা সব হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছি।
কোটালীপাড়া থানার অফিস ইনচার্জ লুৎফর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে এসে সংবাদ প্রতিনিধিদের বলেন ,এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১৩টি দোকান পুড়ে গেছে এবং অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার পরিবেশ এখন নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।