গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকানসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার ০৩ জুন রাতে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে।
স্থায়ী সূত্রে জানা গেছে,রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫ দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।