এসএম টিভি ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে শিমুলিয়া ২নং ফেরিঘাটের পল্টুন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ১১টার সময়৷ তবে এসময় পল্টুনে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ঝড়ের কারণে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী।
এবিষয়ে স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান,আজ সকাল ১১টার সময় প্রবল ঢেউয়ে ২নং পল্টুনটি দুইভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাটের পাশেই অংশগুলোকে নোঙর করে রাখা হয়েছে। সে ঘাটে থাকা ফেরি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যাত্রীদের কোন ধরণের ক্ষতি হয়নি