এসএম টিভি ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এতে ফসলি জমি, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়রা এসএম টিভি সংবাদ প্রতিনিধিদের জানান,আমাদের গ্রামের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে সব শেষ করে দিয়েছে। আমার মরিচখেতসহ দুইটি মাছের ঘেরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। রাতে মেয়েরা ঘরে থাকতে পারে নাই। সবাই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।
এবিষয়ে পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ এসএম টিভি সংবাদ প্রতিনিধিদের জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৩ মিলিমিটার বেগে বাতাস বইছে। পায়রায় ৩ নম্বর সংকেত রয়েছে। দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানতে পারে।