এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামে অভিনব কায়দায় ছিনতাকারী একটি ৪ সদস্যের চক্রকে আটক করেছে পুলিশ। তথ্যসূত্রে জানা গেছে, চলন্ত সিএনজি অটোরিকশার পর্দা কেটে এক নারী যাত্রীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয় করে এই চক্রটি।
এক মাসেরও বেশি সময় ধরে নজরদারি চালানোর পর চক্রটির মূল হোতা আকাশ ও তার স্ত্রী তানিয়া বেগমসহ চার জনকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৮টি ডায়মন্ডসহ নগদ টাকা ও ১১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এই চক্রটি এ পর্যন্ত ৩ শতাধিক ছিনতাই করেছে বলে জানা গেছে।