এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে এক লাখ ৫৬ হাজার ৭০০ টাকার জাল নোটসহ এক যুবককে গ্ৰেফতার করেছে র্যাব। গ্ৰেফতারকৃত আসামির নাম মীর হোসেন।
র্যাব এর বিজ্ঞপ্তির তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কিছু ব্যক্তি জাল নোট বানিয়ে বাজারে চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ২৩ জুন র্যাব অভিযান পরিচালনা করে মীর হোসেনকে আটক করে।
পরে তার দেখানো জায়গা থেকে জাল নোট তৈরির প্রিন্টার মেশিন, একটি ল্যাপটপ, জাল টাকা তৈরির ৩৯টি কাগজ এবং জাল ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসছিল। জাল টাকা তিনি চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করতেন।
আটক আসামি ও উদ্ধার করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় পাঠানো হয়েছে হয়েছে বলে জানা গেছে।