এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ১২৯ জন আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মারা গেলেন ৬৩৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগী শনাক্ত ৫৪ হাজার ৫৮২ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪১ জন রয়েছেন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ২৫৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৩২৯ জন রয়েছেন।
আরো জানা যায়,গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। মারা যাওয়া দুইজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা, একজন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬৩৮ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৫ জন।