এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে করোনায় মোট ৬৪২ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় মোট করোনা রোগীর শনাক্ত করা হয়েছে ৫৪ হাজার ৮০৭ জনে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৭৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়।শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৯ জন এবং বিভিন্ন উপজেলার ১৮ জন রয়েছেন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৩৯৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৪১৩ জন রয়েছেন।