এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৬ জনে। এ সময় নতুন করে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৭৫৩ জনে।
আজ বৃহস্পতিবার ৩ জুন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ৩৭ জন রয়েছে বলে জানা গেছে।