এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৯৬০ জন।
তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের তথ্যসূত্রে জানা গেছে, চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৫ জন এবং বিভিন্ন উপজেলার ৫২ জন রয়েছেন।এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগী মোট শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৯৬০ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৪২ হাজার ৮৭৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৮৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।