এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছে একজন। নিহতের নাম মোস্তফা খাতুন। আজ বুধবার ৯ এপ্রিল স্থানীয় চৌমুহনী মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থায়ী সূত্রে জানা গেছে,আজ বুধবার সকাল ১০টার সময় মোস্তফা খাতুন নামে এক পথচারীকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়। এবিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানান, যে গাড়িটি বৃদ্ধ মহিলাকে ধাক্কা দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে। মোস্তফা খাতুন বিয়ের ঘটকের কাজ করতেন বলে জানতে পেরেছি এমনটি জানিয়েছে।