এসএম টিভি ডেস্ক: চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে আহত হয়েছেন অন্তত ৭ জন।আজ বুধবার দুপুর ১টার সময় চকবাজার থানার প্যারেড কর্ণার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থায়ী সূত্রে জানা গেছে,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিমের এক অনুসারীকে বেপরোয়া মারধরের ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী নুর মোস্তফা টিনু গ্রুপের সুভাষ মল্লিক সবুজের দলের লোকজন। এসময় সবুজের দলের লোকজন বলে পরিচয়ে দিয়ে বাহিরের লোকজন হামলায় অংশ নিয়েছে।
আরো জানা যায়,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিমের পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।