এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর টোবাকো গেট এলাকায় রেললাইনের পাশ থেকে একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ মৃত্যুর রহস্য জানা যায়নি।
আজ মঙ্গলবার ৮ জুন বেলা ১১টার সময় সীতাকুণ্ডের টোবাকো গেট থেকে অন্তত ৩০ ফুট দূরে রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম গোলাম মোহাম্মদ। স্থায়ী সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজন এসে লাশটি দেখতে পেয়ে গোলাম মোহাম্মদের বলে জানায়।
এবিষয়ে পুলিশ জানায়,লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।