এসএম টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৫নং জেটি এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ মাহমুদ।
ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার ১৭ জুন বিকেলে। স্থায়ী সূত্রে জানা গেছে,বন্দর থানার ৫নং জেটি গেটের সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মো. মাহমুদ ও আরোহী আমুল রঞ্জন বনিক গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।