এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব কালুরঘাট এলাকার একটি ভবন থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার ৪ জুন রাতে পূর্ব কালুরঘাট ২নং ওয়ার্ডের খোরশেদ আলমের বিল্ডিংয়ের ছয়তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম সিমা আক্তার।
স্থায়ী সূত্রে জানা গেছে, নিহত কিশোরী সিমা আক্তার গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার পরে খোরশেদ আলমের বিল্ডিংয়ের ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে বিল্ডিং থেকে পড়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।