এসএম টিভি ডেস্ক:চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে পুলিশের এক এএসআই।
ঘটনাটি ঘটেছে,আজ বুধবার ১১ আগস্ট দুপুরের দিকে ।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
স্থায়ী সূত্রে জানা যায়,আজ দুপুরে মোটরসাইকেল চালিয়ে আসার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মাসুদ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এরপর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।