সোনাইমোড়ী ডেস্ক: চট্রগ্রামে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ফলে ২ জন নিহত হয়েছে ও আহত হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে ,আজ সোমবার ২২ মার্চ সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলার বিবির হাট বাজারের উত্তর পাশে কে.এম. টেক নামক স্থানে বেপরোয়া গতি এক বাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এছাড়াও আরো দুইজন আহত হন।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহত দুই জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। জানা গেছে,নিহতরা হলেন মানিক আচার্য্য ও অপরজনের নাম জানা যায়নি এবং আহতরা হলেন শুভ আচার্য্য ও জুবায়ের।