সোনাইমোড়ী ডেস্ক:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ফলে ৩ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার পদুয়া বাজার এলাকায়। জানা গেছে, নিহত তিনজনের নাম হলো শাহ আলম, মো. জাহাঙ্গীর এবং মো. আয়াত।
এবিষয়ে হাইওয়ে পুলিশের দোহাজারী থানার পরিদর্শক সোনাইমোড়ী সংবাদকে জানান, মহাসড়কের পদুয়া বাজার এলাকায় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নামের এক ব্যক্তি নিহত হয এবং আহত হন জাহাঙ্গীর ও আয়াত নামের দুই ব্যাক্তি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সিটি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।