সোনাইমোড়ী ডেস্ক: চট্রগ্রামে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে ৪ জন।
ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার মধ্যরাতে ২ টার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে উপজেলার দমদমা নামক স্থানে।
নিহত ব্যক্তিরা হলেন, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মুহাম্মদ মোরশেদ এবং মুহাম্মদ ইদ্রিস।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে চট্টগ্রামমুখী বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ট্রাক আর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, আজ দুপুর ১২টার দিকেও মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত ময়নাতদন্ত হয়নি। তবে ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।