এসএম টিভি ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকায় বড় ভাইয়ের স্ত্রীর ছুরিকাঘাতে দেবর খুন এর ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. ইউনুছ । এ ঘটনায় অভিযুক্ত নাছিমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।
স্থায়ী সূত্রে জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। একপর্যায়ে নাছিমা খাতুন তার দেবর ইউনুছকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত নারী নাছিমাকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখছে পুলিশ।