সোনাইমোড়ী ডেস্ক: চট্টগ্রামে মোটরসাইকেলের সাথে পিকআপের সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। জানা গেছে,সোমবার রাত ১১টার সময় চট্রগ্রামের পটিয়া সদরের শাহচাঁদ আউলিয়া মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে অভি নামের এক ব্যক্তি ও তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় তার খালার বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা যখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজারে সামনে আসছিলেন। তখন অন্যদিকে পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে বাইপাস সড়ক হয়ে পটিয়া পৌর সদরের দিকে যাচ্ছিল। পথে শাহচান্দ আউলিয়া মাজারে সামনের গেট সড়কে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অভি মারা যায় অন্য দিকে তার বন্ধু গুরুতর আহত। স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আভি সেন ও সুজন মিত্র। পরে ঘটনাস্থলে পরিদর্শন করতে এসে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের বলেন,নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।