সোনাইমোড়ী ডেস্ক:চট্টগ্রামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের চাপায় ১ জন নিহত হয়েছে ও আহত হয়েছেন অন্তত ৫ জন। জানা গেছে, ১২ ই মার্চ শুক্রবার রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরীপ্রজেক্ট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, রাতে মুহুরিপ্রজেক্ট বাজারে রাস্তার পাশের একটি দোকানে ৬ জন বসে ছিল। ঐ সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসহ চায়ের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানে বসা ছয় ব্যক্তিই আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টার সময় পথে একজন মারা যায়।
বাকি আহতদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
বাকিদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিচয় না পাওয়া গেলেও নিহতের পরিচয় জানা গেছে নিহতের নাম শাওন ঠিকানা ফেনীতে।