সোনাইমোড়ী ডেস্ক: চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ১০ হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার চাঁদপুর নৌ থানা্য মেঘনা নদীর আনন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা শুরু করে ১০ হাজার জাটকা উদ্ধার করেছে কিন্তু। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ সোনাইমোড়ী সংবাদকে জানান, আমাদের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে গতকাল রাতে মেঘনা নদীর আনন্দ বাজার এলাকাররাতে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালায় এ সময় ১০ হাজার কেজি জাটকা বোঝাই একটি ট্রলার আটক করে।
এরপর আজ সোমবার সকালে চাঁদপুর নৌ থানায় জব্দকৃত জাটকা অসহায়-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।