সোনাইমোড়ী ডেস্ক: চাঁদপুরে জেলা পুলিশের অভিযানে ২৫০০ কেজি জাটকাসহ ৪ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ।
জানা গেছে,আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে বাগাদী ইউনিয়নের ওয়াবদা রাস্তায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ তাদের জব্দ করা হয়।পরে পিকআপ তল্লাশি করে ২৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত জাটকাগুলো চাঁদপুরের স্থানীয় এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এবিষয়ে পরিদর্শক সোনাইমোড়ী সংবাদকে জানান, আইন অমান্য করে জেলেরা জাটকা নিধন করছেন।
সেই জাটকা রাতের আঁধারে পিকআপ ভ্যানে ঢাকার উদ্দেশে রওনা হয়।
আমাদের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জাটকাসহ চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান,গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।