সোনাইমোড়ী ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ট্রলির সাথে অটোরিকশার সংঘর্ষের ফলে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন অন্তত ৩ জন।
ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (৩১ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার মনাকষা সাহাপাড় সড়কের গোপালপুর নামক স্থানে। জানা গেছে, নিহতের নাম তোবাজুল।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, অটোরিকশায় করে তোবাজুল ডাক্তার দেখানোর জন্য মনাকষা যাচ্ছিলেন। যাওয়ার পথে যোপলপুর নামক স্থানে ট্রলি ও অটোরিকশার সংর্ঘষ হয় এতে ঘটনা স্থলেই মারা যান তোবাজুল। এছাড়াও অটোরিকশার আরো তিনজন আহত হয় পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।