এসএম টিভি ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ জন ও নতুন করে মৃত্যু ৪ জনের। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১০২ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৭১ নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেলাব্যাপী অ্যান্টিজেন টেস্টে ২৩২ নমুনা পরীক্ষায় ২৬ জনসহ নতুন করে মোট ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২১৭১ জন, শিবগঞ্জে ৬৮৪, গোমস্তাপুরে ৫০০, নাচোলে ৩২৯ ও ভোলাহাট উপজেলায় ২২৩ জন রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৬ জন।