সোনাইমোড়ী ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটীতে স্কাউটের ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল সোমবার বিকালে পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মৃত ছাত্রের নাম আতিফ মোহাম্মদ ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারের । সে হরিমন সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউটস সহায়ক ছিল।
এদিকে এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যায়লের মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিকালে চার বন্ধু এক সাথে পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় চোরাবালিতে আটকে পড়ে নিহাল। উঠতে না পারার কারণে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।