এসএম টিভি নিজস্ব ডেস্ক: দেখতে দেখতে লকডাউনের দেড় বছর পার হয়ে গিয়েছে অনেকেই হারিয়েছেন চাকরি বেকার বসে আছেন ঘরে, এই সুযোগ নিয়ে কিছু প্রতারক প্রতারণার ফাঁদ পেতেছে।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল তথ্য দিয়ে, চাকরির কথা বলে মানুষদের কাছথেকে হাতিয়ে নিচ্ছে টাকা।
টাকা দিয় ফর্ম নেয়ার পর তাদের আর কোনো খোজ পাওয়া যায়না। এমন কি তারা ফর্মে যেই ঠিকানার কথা বলে, সেই ঠিকানায় গিয়ে তাদের অফিসের কোনো অস্তিত্বও মেলেনা। এমননকি, প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা তাদের প্রতারণার জাল বিছিয়ে রেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলেও তারা তাদের ভয়ানক প্রতারণা করছে। বিশেষ করে ফেইসবুকে এমন অসংখ্য চাকরির গ্রুপ রয়েছে সেখানে হাজারো রকমের প্রতারণার জাল বিছিয়ে রেখেছে প্রতারকরা।
এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনিরা জানিয়েছেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কোনো বিজ্ঞাপন দেখে তাদের কথা বিশ্বাস না করে আগে সেটিকে যাচাই করে দেখুন, আর কেউ প্রতারণার শিকার হলে আইনের সহায়তা নিন/