এসএম টিভি ডেস্ক:নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ বাজরে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন।
স্থায়ী সূত্রে জানা গেছে,নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ বাজরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় হানিফ মিয়ার মুদির দোকানে বসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন এর কথা কাটাকাটি ও ধাক্কা দেয়ার ঘটনা ঘটে একই গ্রামের সোহেল মিয়ার সাথে।
পরে বিষয়টি মীমাংসা জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার ওই দোকানে যান।
সেখানে মীমাংসা সময় আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল মিয়া ও তার ভাই জুয়েল মিয়া, আমছর আলী প্রতিপক্ষ আনোয়ার হোসেন, তার ভাই মনির হোসেন ও বাবা মকবুল হোসেনের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলে ওই তিন জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার সময় আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে।
আহতরা দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, নিহত আনোয়ারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ফারুক মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।