সোনাইমোড়ী ডেস্ক: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে দুইজন। আজ রবিবার সকাল ৮টার সময় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দর্শনায় পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশানুর ও আজম । স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, আজ সকাল ৮টার সময় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা ফায়ার সার্ভিসের কাছে পুলিশ বক্সের সামনে দিয়ে একটি সিমেন্টভর্তি ব্যাটারিচালিত ভ্যান যাচ্ছিল। তখন অন্যদিক থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গা মুখে আসছিল। এ সময় ট্রাকটি ওই ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে ডান দিকের পুলিশ বক্স ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়ে অন্যজন গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, সিমেন্টভর্তি ভ্যানটি বাম সাইড দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই ট্রাকটি ওই ভ্যানে সজোরে ধাক্কা মারে । এ ঘটনায় দুজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক আছে। তবে চালক ও তার হেলপারকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২।
0
722
Previous article
Next article