সোনাইমোড়ী ডেস্ক: চুয়াডাঙ্গায় ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল লতিফ ঠিকানা চুয়াডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা রেলগেটের উত্তর পাশে।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানায়, চুয়াডাঙ্গা স্টেশন রোডে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির মুদির দোকান আছে।
সকালে তিনি দোকান খুলে আবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ।
এবিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সংবাদ প্রতিনিধিদের জানান, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি লাশ পরিবারের কাছে পাঠানো হয়েছে।